বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা রামপুরহাটে

    নিশির কুমার হাজরা, বীরভূম: বিজেপির সদস্য সংগ্রহ অভিযান কে কেন্দ্র করে আজ রামপুরহাটে এক সাংবাদিক সম্মেলনে উপস্থিত হলেন কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সম্পাদক ও বীরভূম জেলা অবজারভার রাজীব ভৌমিক, জেলা সভাপতি শ্যামাপদ মন্ডল, জেলা প্রাক্তন সভাপতি রামকৃষ্ণ রায় ও সাধারণ সম্পাদক কালো সোনা মন্ডল মহাশয়। এছাড়াও উপস্থিত ছিলেন বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি কনভেনার সহ আরো অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিন জেলার সাংবাদিকদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য বলা হয়েছিল।

    কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা রামপুরহাট মুখার্জি লজে একটি প্রেস মিট করলেন এদিন। সংবাদ মাধ্যমের এক প্রশ্নের উত্তরে শ্রী সিনহা জানান, সারা রাজ্য জুড়ে আমাদের কর্মীরা সদস্য সংগ্রহ অভিযানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেখে শাসক দল তৃণমূল ভয় পেয়েছে। তাই তারা রাতের অন্ধকারে দুষ্কৃতী দিয়ে আমাদের কর্মীদের অতর্কিতে আক্রমণ চালাচ্ছে। বাড়ি ভাঙচুর করে প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এতে আমরা ভীত নয়। আমাদের সদস্য সংগ্রহ অভিযান চলছে, চলবে। সন্ত্রাস করে রাজনীতিতে টিকে থাকা যায় না। শাসক দল যত সন্ত্রাস সৃষ্টি করবে, সাধারণ মানুষের কাছ থেকে ওরা তত দূরে চলে যাবে। ততোই ওদের কুকর্ম ফাঁস হবে। একদিন মানুষ ওদের নাম গন্ধ নিতে চাইবে না। সেদিন আসার সময় খুব তাড়াতাড়ি ঘনিয়ে এসেছে। আপনারা আমাদের শুধু বন্ধু নয়, আমাদের আত্মীয় সমান। আপনারা না থাকলে পশ্চিমবঙ্গে লোকসভা ভোটে এত আসন পেত না বিজেপি।  আপনারা আমাদের পাশে থাকবেন এবং নৈতিক কাজ করে যাবেন আশা রাখি।

    রাহুল সিনহা প্রেস মিট করার পর বৃক্ষরোপণেও অংশ নেন। পরিবেশ দূষণ রোধ করতে বৃক্ষ আমাদের পরিবেশ বন্ধু। তাই তিনি ও নিজে হাতে বৃক্ষরোপণ করলেন রামপুরহাটে। তারপর নতুন সদস্যদের সাথে একসঙ্গে বসে দুপুরের মিল ও খেলেন। সব মিলিয়ে আজকের সদস্য সংগ্রহ অভিযানে বিজেপি কর্মী সমর্থকরা মনের মধ্যে নতুন জোয়ার পেলেন। এ কথা কর্মী ও সমর্থকদের মুখে স্পষ্ট স্বলতে দেখা গেল রামপুরহাটের সদস্য সংগ্রহ অভিযানে।