রায়দিঘি বামাচরণ বিদ্যাপীঠ স্কুলে পালিত হল স্বয়ংসিদ্ধা অনুষ্ঠান

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার : দক্ষিণ 24 পরগনা রায়দিঘি থানার অন্তর্গত মথুরাপুর ২ নম্বর ব্লকের কোম্পানির ঠেক বামাচরণ বিদ্যাপীঠ স্কুলে পালিত হল স্বয়ংসিদ্ধা অনুষ্ঠান। মূলত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। এই অনুষ্ঠানটি পরিচালনা করেন রায়দীঘি থানার পুলিশ প্রশাসন ও আইসি দেবষী সিনহার তত্ত্বাবধানে। এদিন স্কুলে বেলা বারোটা থেকে দুপুর একটা পর্যন্ত এই অনুষ্ঠানটি চলে বলে স্থানীয় সূত্রে জানা যায়। এদিনের এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্য হল, স্বয়ংসিদ্ধা বলতে কম বয়সে বালিকাদের বিবাহ না দেওয়া এবং নারী পাচার ও শিক্ষা থেকে বঞ্চিত না হওয়া। এবং অচেনা অপরিচিত কোন মানুষের সাথে পরিচয় হলে এবং এলাকায় অচেনা ব্যক্তি ঘোরাঘুরি করলে সাথে সাথে ফোন করে দেবেন লোকাল থানায়। ১৮ বছরে বয়সের নিচে এলাকার কারো বিবাহ হলে সঙ্গে সঙ্গে লোকাল থানায় ফোন করে দেওয়া। পরিচিত ব্যক্তিরা যদি ভুলিয়ে-ভালিয়ে কাজ দেওয়ার নাম করে বিদেশে নিয়ে যাওয়ার চেষ্টা করে তৎক্ষণাৎ লোকাল থানায় ফোন করতে বলা হচ্ছে। কারণ ওই ব্যক্তি মহিলাদেরকে ভুলিয়ে-ভালিয়ে কাজ দেওয়ার নাম করে পতিতা পল্লী সহ অন্যান্য দালার মাফিয়াদের কাছে বিক্রয় করে দেয়। এইসব দিক থেকে সচেতন থাকতে হবে স্কুল সমস্ত ছাত্র-ছাত্রীদের। তবে সচেতনতা বাড়বে নতুবা সব শেষ হয়ে যাবে বলে পুলিশ প্রশাসন তারা জানান। এই অনুষ্ঠান শোনার পর স্কুলের ছাত্র-ছাত্রীরা করতালি মাধ্যমে প্রশাসন ব্যাক্তিদের কে অভিনন্দন জানান।