|
---|
নতুন গতি ওয়েব: রায়দিঘীতে আয়লা বাঁধ সারানোর কাজে হাত লাগাল সেচ দপ্তর। ঘূর্ণিঝড় আয়লায় ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছিল রায়দিঘীর মণি নদীর একাধিক বাঁধ, তারপর থেকে স্থানীয়দের মুখে মুখে এই বাঁধের নাম হয়ে যায় আয়লা বাঁধ। এরপর একের পর এক ঝড় এসে আরও ভঙ্গুর করে দেয় বাঁধগুলি। সেজন্য স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন দাবি করছিলেন এই বাঁধ সারানোর জন্য। এমনই এক বাঁধ নতুন করে পুন:নির্মাণ করার কাজ শুরু হল রায়দিঘীর পূর্বজটার তারক মন্ডলের ঘেরীতে। এই কাজ শুরু করলেন রায়দিঘীর বিধায়ক ড: অলক জলদাতা।