রায়দিঘীতে খুনের ঘটনায় গ্রেফতার ১

নবাব মল্লিক, রায়দিঘী: রায়দিঘীর গিলারছাট বৈদ‍্যপাড়ায় খুনের ঘটনায় ১ ব‍্যক্তিকে গ্রেফতার করল রায়দিঘী থানার পুলিশ। সূত্রের খবর দিনকয়েক আগে গিলারছাটে খুন হন সুদের কারবারি কাসেদ আলি বৈদ‍্য। সেই খুনের ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে স্থানীয় সাহাবুদ্দিন শেখ কাসেদ আলি বৈদ‍্যর কাছ থেকে ৫০ হাজার টাকা সুদ করে নিয়েছিলেন। সেই সুদের টাকা চাওয়া নিয়ে বিবাদের জেরেই মাথায় ইট মেরে কাসেদ কে খুন করেন তিনি। খুন করার পর কয়েকদিন গা ঢাকা দিয়ে থাকার পর ভিনরাজ‍্যে পালানোর সময় সুন্দরবন পুলিশ জেলার বিশেষ তদন্ত কারী দল বা সিটের নাকাচেকিং এর সময় আটেশ্বরতলার কাছে ধরা পড়েন ওই ব‍্যক্তি। জেরায় ওই ব‍্যক্তি খুনের কথা স্বীকার ও করে বলে জানা যাচ্ছে। ধৃতকে শনিবার আদালতে পেশ করার আগে এক সাংবাদিক বৈঠক করে সুন্দরবন পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সন্তোষ মন্ডল। সেখানেই এই তথ‍্য তিনি সাংবাদিকদের সামনে পেশ করেন। তিনি আরও জানান ধৃতের বিরুদ্ধে খুন, তথ‍্য লোপাটের মত একাধিক ধারায় মামলা করা হয়েছে। আদালতে তোলার পর ধৃতকে ৭ দিনের পুলিশি হেফাজত ও চাওয়া হয়েছে বলে খবর।