|
---|
নবাব মল্লিক, রায়দিঘী: করোনামুক্ত হল রায়দিঘীর দিঘীরপাড় বকুলতলা গ্রাম পঞ্চায়েত। এমনই খুশির খবর জানালেন দক্ষিণ ২৪ পরগণা জেলা জণস্বাস্থ্য কমিটির স্বায়ী সদস্য অলক জলদাতা। স্বাভাবিকভাবেই এই খবরে খুশি দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের কার্যকর্তারা। যদিও এই খুশির খবরে গা ভাসাতে রাজি নয় তারা। করোনা মুক্ত নিশ্চিত করতে আরও একবার তারা শেষবারের মত চাপলা হাইস্কুলে পরীক্ষার বন্দোবস্ত করেছিলেন তারা। সেখানেই ৭২ জনকে করোনা পরীক্ষার বন্দোবস্ত করা হয়েছিল রায়দিঘী গ্রামীণ হসপিটালের উদ্যোগে মথুরাপুর ২ নং ব্লক কোভিড ১৯ টাস্ক ফোর্সের সহায়তায়। এই পরীক্ষা উপলক্ষ্যে উপস্থিত ছিলেন জেলা জনস্বাস্থ্য কমিটির স্বায়ী সদস্য অলক জলদাতা, দিঘীরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান পূর্ণিমা বাউর, সিরাজউদ্দিন বৈদ্য, কুনাল মালির মত বিশিষ্ট ব্যক্তিগণ।