|
---|
বাইজিদ মণ্ডল, ডায়মন্ড হারবার : মাদক দ্রব্য থেকে মানুষকে বাঁচাতে ২৬ শে জুন প্রতিবছর পালিত হয় বিশ্ব মাদক দিবস। মাদক দ্রব্য একটি জীবনকে শেষ করে দিতে পারে,এই সচেতনতা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়ে পালিত হয় বিশ্ব মাদক দিবস। ধূমপান হোক অথবা মদ্যপান, গাঁজা কিংবা ড্রাগ, এই সমস্ত মাদকদ্রব্যের নেশায় আসক্ত হয়ে জীবন শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার তরুণ তরুণীর। এই মাদকদ্রব্য যে জীবনের কতখানি ক্ষতি করে দেয়, সেই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই প্রতি বছর রায়দিঘি থানার পক্ষ থেকে পালন করা হয় বিশ্ব মাদক দিবস। এদিন আই সি দেবর্ষি সিনহার নেতৃত্বে রায়দিঘি থানা থেকে কোম্পানির ঠেক বাজার পর্যন্ত প্রায় ১ কিলোমিটার এক বিশাল রেলি বের করেন। অত্যাধিক মাদক সেবনের পার্শ্ব প্রতিক্রিয়া কী? সেই নিয়ে রায়দিঘি থানার পক্ষ থেকে জানায় মাদক সেবনের ফলে ফুসফুসের ক্যানসার, স্ট্রোক,লিভার অথবা কিডনি খারাপ হয়ে যাওয়া, লিউকোমিয়া,অতিরিক্ত ওজন কমে যাওয়া, মুখের ক্যানসার হতে পারে। শারীরিক সমস্যা ছাড়াও অতিরিক্ত মাদক সেবন করলে বিষন্নতা,অনিদ্রা, অস্বস্তি, বিভ্রান্তি, অতিরিক্ত রাগ হওয়ার মতো মানসিক সমস্যাও দেখা দিতে পারে। প্রতিবছর ২৬ জুন পালন করা হয় বিশ্ব মাদক দিবস। মাদক দ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্যই শুরু হয়েছিল বিশ্ব মাদক দিবস। ২০০৭ সালে জাতিসংঘের ওয়ার্ল্ড ড্রাগ রিপোর্ট থেকে জানা গিয়েছিল, বিশ্বব্যাপী অবৈধ মাদক পাচার কর্মকাণ্ড চলছে রমরমিয়ে। কঠোর বিধি নিষেধ এবং মাদকের অপব্যবহারের বিরুদ্ধে সক্রিয় প্রচার চালানোর পরেও অবৈধ মাদক ব্যবসা অবাধে চালিয়ে যাচ্ছে। মাদক ব্যবসার অবৈধ পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার উদ্দেশ্যেই শুরু হয়েছিল বিশ্ব মাদক দিবস পালন। এই দিনটি মাদকাসক্ত ব্যক্তিদের সঠিক জীবনে নিয়ে আসার প্রচেষ্টা করার জন্যই উদযাপন করা হয়।একদিকে আসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে নিয়ে আসার প্রচেষ্টা, অন্যদিকে যাতে নতুন করে কোনও মানুষ মাদকাসক্ত না হয়ে যায়, সেই চেষ্টা করাই হলো বিশ্ব মাদক দিবসের তাৎপর্য। আই সি দেবর্ষি সিনহা তিনি আরো বলেন মাদক সেবন করা কতটা ক্ষতিকারক হতে পারে একজন ব্যক্তির জীবনের জন্য, এই সচেতনতা আপনি সকলের মধ্যে ছড়িয়ে দিতে পারেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এছাড়া আপনার আশেপাশের যে সমস্ত মানুষ মাদকাসক্ত, তাদের সঠিক জীবনে নিয়ে আসার প্রচেষ্টা করতে পারেন আপনিও। সঠিক চিকিৎসা, যত্ন পরিষেবার মাধ্যমে মাদকাসক্ত মানুষকে সুস্থ করে তোলে। রায়দীঘি থানার পক্ষ থেকে এমন উদ্যোগ কে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষ।