মুক্তির পথে অগ্রদূতের ভূমীকায় উত্তীর্ণ রায়দিঘীর সামাজিক সংগঠন মুক্তি

নবাব মল্লিক, রায়দিঘী: মধুসূদন বৈরাগী,বিশ্বনাথ মন্ডল ও শংকর হালদারের হাত ধরে সুন্দরবনের প্রতন্ত অঞ্চলের রায়দিঘীতে পিছিয়ে পড়া সমাজের বুকে আলো জ্বালাতে চৌদ্দ বছর আগে মুক্তি নামে একটি সংগঠন করে পথে নেমেছিল তারা। সেই সংগঠন এখন মহিরূহে পরিণত। পাচ লক্ষ্য লোককে তাদের সংগঠনের আওতায় এনে পরিষেবা দিচ্ছে তারা।

    আজ তারা একটি বিশেষ প্রশিক্ষণ শিবির আয়োজন করেন। সেই শিবিরে তাদের হাতে থাকা বিভিন্ন স্টাডি সেন্টারের শিক্ষকরা কিভাবে ছাত্রদের পড়াশোনায় মনোযোগী করে তুলতে পাড়ে এবং যোগ সম্বন্ধে প্রাথমিক ধারণাকে বাস্তবে প্রয়োগ করার কাজে লাগতে পারে তার প্রশিক্ষণ দেওয়া এবং মূল‍্যবোধের ধারণা দেওয়া হয়। এবং বিভিন্ন মহিলা স্বনির্ভর গোষ্ঠীকে স্বনির্ভরতার পাঠ দেওয়া হয়।

    সুন্দরবনের বিভন্ন কর্মকাণ্ডের সঙ্গে তাদের নাম জড়িয়ে আছে। তবে বিশেষ করে আয়লার সময় তাদের কর্মকান্ড সকলের নজর কেড়েছে। তাদের ভবিষ্যৎ পরিকল্পনা হল জটার দ্বীপকে সম্পূর্ণ অরগানিক দ্বীপে পরিণত করা।