রায়দিঘীতে সমবায় নির্বাচনে ব্যাপক জয় তৃণমূলের!

নুরউদ্দিন:রায়দিঘী : কৈলাশপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতিতে ব্যাপক জয় তৃণমূলের, দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী বিধানসভা জুড়ে ধীরে ধীরে সংগঠন কি দুর্বল হচ্ছে বিজেপির? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে স্থানীয়দের মুখে। নন্দকুমার পুর গ্রাম পঞ্চায়েতের কৈলাশপুর সমবায় নির্বাচনে ধরাশয়ী হল বিজেপি, যদিও এই হার মেনে নিতে চাইনি বিজেপি। অন্যদিকে জয়ের উচ্ছাসে আবির নিয়ে বিজয় মিছিল করলেন রায়দিঘীর বিধায়ক ডঃ অলক জলদাতা ও তৃণমূল কংগ্রেস কর্মীরা। লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল থেকে জয়ী হয়েছেন বাপি হালদার,বিজেপি থেকে অশোক পুরকাইত পরাজিত হয়েছেন,তারপর থেকে একের পর এক বিজেপি পরিচালিত পঞ্চায়েতগুলি তৃণমূলের দখলে আসে। দখলে আসে সমবায় গুলি ও, আবার সেই একই দৃশ্য দেখা গেল কৈলাসপুরের সমবায় নির্বাচনে, কৈলাসপুর সমবায় সমিতিতে মোট আসন ৪২ টি। এখানে তৃণমূল কংগ্রেস ও বিজেপির ব্যাপক লড়াই চলে,মঙ্গলবার সন্ধ্যায় ভোট গণনার পর দেখা যায় ৪২ টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস ৩৬ টি আসনে জয়লাভ করে,পরাজিত হল বিজেপি। পাশাপাশি সমবায় নির্বাচন ঘিরে গন্ডগোল এড়াতে রায়দিঘী থানার আইসি মানস চট্টোপাধ্যায়ের নির্দেশে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এলাকায়।