রেল যাত্রীদের চারা গাছ বিতরণ সাগরদিঘীর যুবকের

রহমতুল্লাহ, সাগরদিঘী : মঙ্গলবার এমনই অভিনব উদ্যোগ নিল সাগরদিঘীর এক যুবক সুস্থ পরিবেশ তৈরির উদ্দেশ্যে সাগরদিঘীর যুবক সঞ্জীব দাস সাগরদিঘী জুড়ে বেশ কয়েক বছর ধরে চারাগাছ বিতরণ এবং বৃক্ষরোপণের মতো কর্মসূচি চালিয়ে যাচ্ছেন মঙ্গলবার দুপুরে সাগরদিঘী স্টেশন চত্তরেও সাগরদিঘী স্টেশন মাস্টারকে সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন, তারপরেই প্রত্যেক রেল যাত্রীদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ, এমনকি রেল কর্মীদেরও হাতে চারা গাছ তুলে দেন।

    সঞ্জীব দাস জানান সুস্থ পরিবেশ তৈরির উদ্দেশ্যে আমরা প্রায় ২০০ জন ট্রেন যাত্রীদের হাতে চারাগাছ বিতরণ করলাম। উপস্থিত ছিলেন স্টেশন মাস্টার জয়শঙ্কর মহাজন, মির্জাজজবুল, মিঠুন দাস সহ অনেকেই।