রেলমন্ত্রীর কাছে নতুন রেললাইন সম্প্রসারণের জোরালো দাবি মথুরাপুরের সাংসদের

দক্ষিণ ২৪পরগনা : নুরউদ্দিন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন দুই দফায় ভারতে রেলমন্ত্রী ছিলেন,প্রথমবার ১৯৯৯ থেকে ২০০১ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন এনডিএ সরকারের সময় ভারতের রেলমন্ত্রী ছিলেন।দ্বিতীয়বার ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ সরকারের সময় তিনি রেলমন্ত্রী ছিলেন,তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সংসদে পেশ করা বাজেটে জয়নগর থেকে রায়দিঘী পর্যন্ত রেললাইন সম্প্রসারণ দাবি করেন,তারপর করা হয় শিলান্যাস।২০১১ সালে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রেলমন্ত্রী পদ থেকে ইস্তফা দেন,তারপর থেকে বিজেপি সরকার রেললাইন সম্প্রসারণ আটকে রেখেছিলেন বলে দাবি মথরাপুরের সাংসদ বাপি হালদারের।তারপর থেকে রায়দিঘী থেকে জয়নগর রেল লাইন হয়নি কেন বিরোধীদের মুখে লাঞ্ছনা-বঞ্চনা শুনতে হয় তৃণমূল সরকারকে।তারপর ২০২৪ লোকসভা নির্বাচনে মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল বনাম বিজেপি লড়াই হয়,দু’লক্ষের অধিক ভোটে জয়লাভ করে তৃণমূল। তৃণমূলের প্রার্থী হিসেবে ছিলেন বাপি হালদার। তিনি জয়লাভ করার পরে ডাক আসে সংসদে,তখনই রায়দিঘী থেকে জয়নগর রেললাইন সম্প্রসারণের দাবি নিয়ে সংসদে তুলে ধরেন বাপি হালদার।আজ একই দাবি নিয়ে ভারতবর্ষের রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব মহাশয়ের কাছে জয়নগর থেকে রায়দিঘী পর্যন্ত রেললাইন সম্প্রসারণ, লক্ষীকান্তপুর থেকে নামখানা পর্যন্ত ডবল লাইন চালু করা, এবং মথরাপুর থেকে পর্যাপ্ত লোকাল ট্রেন চালানো ও দ্রুত কাজ শুরু করার কথা তুলে ধরেন মথরাপুরের সাংসদ। এদিন রেলমন্ত্রী মাননীয় অশ্বিনী বৈষ্ণব মহাশয় তিনি মথুরাপুরের সাংসদ বাপি হালদার কে মৌখিকভাবে আশ্বাস দেন রেললাইন সম্প্রসারণ অতি শীঘ্রই শুরু করা হবে।