|
---|
নিজস্ব সংবাদদাতা : মেমু ট্রেনের পরিবর্তে লোকাল ট্রেন চাই। এই দাবিতে সকালের ব্যস্ত সময়ে রেল অবরোধ নদিয়ার রানাঘাট স্টেশনে। প্রায় পৌনে দুঘণ্টার অবরোধে ভুগতে হল ট্রেনযাত্রীদের। ট্রেনের দাবিতে রেল অবরোধ। বুধবার সকালের ব্যস্ত সময়ে এমনই ছবি দেখা গেল নদিয়ার রানাঘাট স্টেশনে। রেললাইনের ওপর থিকথিকে ভিড়, ঠায় দাঁড়িয়ে ট্রেন, আটকে পড়া যাত্রীরা অসহায়ভাবে তাকিয়ে, এমনই দৃশ্য চোখে পড়ল রানাঘাট স্টেশনে।
মেমু-র পরিবর্তে লোকাল ট্রেনের দাবিতে এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ রানাঘাট স্টেশনে বিক্ষোভ শুরু হয়। সকাল ৮টা ৩৫ মিনিট থেকে অবরোধ চলছে লোকাল ট্রেনে দাবিতে। প্রতিদিন সকাল ৮টা ৩৫ মিনিটে রানাঘাট স্টেশনে পৌঁছয় ডাউন লালগোলা-শিয়ালদা মেমু।
বিক্ষোভকারীদের অভিযোগ, ওই ট্রেন অত্যন্ত অপরিচ্ছন্ন। মেমুর পরিবর্তে পরিষ্কার-পরিচ্ছন্ন লোকাল ট্রেন দেওয়ার দাবি তুলে সরব হন তাঁরা। এক এবিপি আনন্দের ক্যামেরার সামনে বলেন, “আমরা এর আগেও একাধিকবার জানিয়েছি। অত্যন্ত অপরিচ্ছন্ন ট্রেন। দুর্গন্ধে ওঠা যায় না। দরজা ছোট। উঠতে অসুবিধা হয়। আমাদের পরিচ্ছন্ন লোকাল ট্রেন চাই।”রানাঘাট-শিয়ালদা মেন লাইনে এই রেল অবরোধের জেরে আটকে পড়ে অন্যান্য ট্রেনও। সকালের ব্যস্ত সময়ে অবরোধে আটকে ভোগান্তি পোহাতে হয় বহু যাত্রীকে। এক ট্রেনযাত্রী বলেন, “সমস্যা সমাধান হওয়ার দরকার ঠিকই। কিন্তু আমাদেরও হয়রানি। নির্দিষ্ট সময়ে পৌঁছতে পারব না কাজের জায়গায়।”
বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে অবরোধ তোলার চেষ্টা চালিয়ে যেতে থাকে পুলিশ। শেষ পর্যন্ত সকাল সওয়া দশটায় রেল অবরোধ ওঠে। এক ঘণ্টা ৪০ মিনিট আটকে থাকার পর হাঁফ ছেড়ে বাঁচেন যাত্রীরা। এবিষয়ে পূর্ব রেল কর্তৃপক্ষের বক্তব্য, যাত্রীদের প্রয়োজন এবং রেলের পরিকাঠামো অনুযায়ী পরিষেবা দেওয়া হচ্ছে। ট্রেন যাতে সময়ে চলে সেদিকে আরও নজর দেওয়া হচ্ছে।