|
---|
নিজস্ব সংবাদদাতা :তৃতীয় লাইনের কাজের জন্য বর্ধমান-হাওড়া শাখায় বেশ কিছু ট্রেন বাতিল করেছে রেল। এর ফলে চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন যাত্রীরা। বহু ট্রেন চলাচল বন্ধ থাকায় পুজোর বাজারও মার খাবে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, অনেকেই গ্রামীণ এলাকা থেকে বর্ধমানে পুজোর বাজার করতে আসেন। সেই সব ক্রেতাদের পেতে সমস্যা হবে বলেই মনে করছেন তাঁরা।
রেল দফতর সূত্রে জানা গিয়েছে, রসুলপুর ও শক্তিগড় স্টেশনের মাঝে তৃতীয় লাইনের কাজ চলছে। সেই কারণেই ৩ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত হাওড়া বর্ধমান কর্ড ও মেন লাইনে বহু ট্রেন বাতিল করা হয়েছে। এছাড়াও রামপুরহাট থেকে আসা ময়ূরাক্ষী সহ আরও বেশ কিছু ট্রেন চলাচল বন্ধ থাকছে।রেল সূত্রে আরও জানা গিয়েছে, মেমারি স্টেশন থেকে হাওড়া যাওয়ার জন্য কয়েকটি ট্রেন ছাড়া হচ্ছে। বর্ধমান স্টেশন থেকে মেল লাইনে আটটি ট্রেন চলছে। হাওড়া থেকে বর্ধমানে ফেরার জন্য আটটি ট্রেন থাকছে।
রেল দফতর টানা এগারো দিন এভাবে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ নিত্য যাত্রীদের একটা বড় অংশ। তাঁদের বক্তব্য, যে সংখ্যক যাত্রী বর্ধমান হাওড়া মেইন ও কর্ড লাইনে যাতায়াত করেন তার তুলনায় অনেক কম ট্রেন চলছে। এর ফলে অফিস যাতায়াতের ক্ষেত্রে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে যাত্রীদের।পুজোর মুখে এভাবে দেড় সপ্তাহ বেশিরভাগ ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্তে ক্ষুব্ধ বর্ধমানের ব্যবসায়ীরা। তাঁরা বলছেন, সবে পুজোর বাজার জমতে শুরু করেছিল। তার মধ্যে রেলের এই পদক্ষেপ ব্যবসায় যথেষ্টই ক্ষতি করছে।অনেক ছোট ব্যবসায়ী রেল পথেই কলকাতা হাওড়া থেকে পোশাক নিয়ে এসে বিক্রি করেন। তাঁরাও সমস্যার মধ্যে পড়েছেন। ট্রেনের সংখ্যা এক ধাক্কায় এতটা না কমিয়ে কয়েকটি স্পেশাল ট্রেন চালানো হলে এই সমস্যা হত না। তাছাড়া কয়েকদিন পরই পুজোর ছুটি পড়বে। তখন এই কাজ করলে যাত্রীদের ভোগান্তি কম হত।