আজ ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

নতুন গতি নিউজ ডেস্ক: ঘনাচ্ছে গভীর নিম্নচাপ। আজ ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আগামীকাল থেকে বৃষ্টি আরও বাড়বে। উত্তাল হবে সমুদ্র। অমাবস্যার ভরা কোটালে সমুদ্রে জলস্ফীতি হবে, উত্তাল হবে সমুদ্র। মৎস্যজীবীদের আগামিকালের মধ্যে ফিরে আসার কথা বলা হয়েছে।

    ফের বজ্রবিদ্যৎ সহ বৃষ্টির পূর্বাভাস

    গত কয়েকদিনে রাজ্যে বজ্রপাতে একের পর এক মৃত্যু ঘটনা ঘটেছে। সোমবার বজ্রপাতে রাজ্যে ২৭ জনের মৃত্যু হয়েছে। গতকালও রাজ্যে বাজ পড়ে মারা গিয়েছে। হাওয়া অফিস আজ ফের রাজ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছেো। কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে আজ বৃষ্টি হবে বলে জানানো হয়েেছ। সকাল থেকেই মেঘলা আকাশ। চাপা অস্বস্তি থাকলেও বৃষ্টি হলে তাপমাত্রা কমবে বলে জানানো হয়েছে। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

    ঘনাচ্ছে নিম্নচাপ

    আগামিকাল দক্ষিণবঙ্গের উপর একটি গভীর নিম্নচাপ তৈরি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। তার জেরে আগামিকাল থেকে দক্ষিণবঙ্গের জেলা গুলিতে বৃষ্টি বাড়বে। তার সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে জানানো হয়েছে। শুক্রবার থেকে নিম্নচাপের জেরে ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলির পাশাপাশি ওড়িশা এবং ঝাড়খণ্ডেও নিম্নচাপের প্রভাব পড়বে বলে জানানো হয়েছে।

    উত্তাল হবে সমুদ্র

    আগেই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন ১০ এবং ১১ তারিখ বড় বান আসছে। ১০ তারিখ অমাবস্যার ভরা কোটাল রয়েছে। নিম্নচাপের সঙ্গে অমাবস্যার ভরা কোটানে উত্তাল হবে সমুদ্র। তাই আগামিকালের মধ্যেই মৎস্যজীবীদের ফিরে আসতে বলা হয়েছে। সমুদ্রে জলস্ফীতি তৈরি হবে। উত্তাল হবে সমুদ্র। ফের জলমগ্ন হওয়ার আশঙ্কা রয়েছে উপকূলবর্তী এলাকাগুলি। সমুদ্রে জলোচ্ছ্বাসও বাড়বে বলে জানানো হয়েছে।

    কমবে তাপমাত্রা

    গতকাল থেকে অস্বস্তিকর গরম একটু কমতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টি বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রায় প্রভাব পড়বে। গত কয়েকদিনে যে অস্বস্তিকর গরম তৈরি হয়েছিল রাজ্যে তার থেকে অনেকটাই রেহাই মিলবে বলে জানানো হয়েছে। এদিকে বান আসার সতর্কতা হিসেবে আগে থেকেই প্রস্তুত রাজ্য।