রায়নার বড়বৈনানে অভিনব অন্নপ্রাশন স্বেচ্ছাসেবী সংস্থার।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : রায়নার বড়বৈনানে অভিনব অন্নপ্রাশন স্বেচ্ছাসেবী সংস্থার। শিশু দিবসের প্রাক্কালে বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন সোসাইটির উদ্যোগে রায়না ২ নং ব্লকের বড়বৈনান গ্রামের হাট তলায় একেবারে অপুষ্ট দুস্থ শিশু ও তাদের মায়েদের নিয়ে এক অভিনব অন্নপ্রাশন দিবস পালন করা হয়। মূলত গ্রামাঞ্চলের দিকে মায়েদের মধ্যে পুষ্টির বার্তা ছড়িয়ে দিতে এই আয়োজন করা হয় বলে সংস্থা পক্ষ থেকে জানানো হয়। তাই শিশুদের পুষ্টির মান নির্ণয় করে তাদের হাতে প্রোটিন কার্বোহাইড্রেট যুক্ত সুষম আহারের সজ্জিত থালি ৫০০ গ্রাম সয়াবিন, ৪০০ গ্রাম সুজি, ৫০০ গ্রাম ছাতু, ২৫০ গ্রাম ছোলা, ১০০ গ্রাম আমল দুধের প্যাকেট তুলে দেওয়া হয়। মোট ৫০ জন শিশুর হাতে এই ফুটপাকেট তুলে দেওয়া হয়। বিভিন্ন প্রান্তিক এলাকায় লাল এবং হলুদ বাচ্চাদেরকে সবুজ বাচ্ছায় পরিণত করার উদ্দেশ্যেই কাজ করে চলেছে এই সংস্থাটি। অনুষ্ঠানটি উদ্বোধন করেন বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, পশ্চিমবঙ্গের সকল শিশুকে সুপুষ্ট করে তোলায় আমাদের মূল উদ্দেশ্য। সংস্থার কাজের ভুয়সী প্রশংসা করেন চন্দন কুন্ডু মহাশয়।