|
---|
লুতুব আলি, বর্ধমান, ১১ নভেম্বর : শিশু দিবস ১৪ নভেম্বর। শিশু দিবসের প্রাক্কালে দুস্থ শিশুদের নিয়ে এক অভিনব শিশু দিবস পালন করল বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন বর্ধমান সদর প্যায়্যারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। পূর্ব বর্ধমানের রায়নার বড়বৈনান হাট তলায় স্বেচ্ছাসেবী এই সংগঠনটি অনুষ্ঠিত করল এক অভিনব শিশু দিবস। দুস্থ শিশু দের সংগঠিত করে অন্নপ্রাশন খাওয়ানো হল। শিশুদের হাতে এক মাসের সুষম আহারে ছিল ছাতু, সুজি, চিনা বাদামের প্যাকেট। নতুন নতুন জামা কাপড় দিয়ে এই শিশুদের অন্নপ্রাশনের অনুষ্ঠানটি আরও বৈচিত্র্যময় করে তোলা হয়েছিল। শিশুদের পাশাপাশি মায়েদের হাতেও টাটকা ফল দেয়া হল। প্রসঙ্গত উল্লেখ্য, ১৪ নভেম্বর দেশের প্রাক্তন প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর জন্মদিন। তিনি শিশুদের খুব ভালবাসতেন। তিনি চাচা নেহেরু হিসেবে সকলের কাছে সমদৃত হয়েছিলেন। তাঁর মৃত্যুর পর তাঁর জন্মদিনটি জাতীয় শিশু দিবস হিসাবে ভারতে পালিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন টি র পুরোধা প্রলয় মজুমদার বলেন, সারা পৃথিবীতে শিশুদের অপুষ্টি মাথা ছাড়া দিয়ে উঠেছে। এ ব্যাপারে ভারত চরম সংকটের জায়গায় অবস্থান করছে। সকলের কাছে বার্তা দেওয়ার জন্যই এই অভিনব অন্নপ্রাশনের আয়োজন করা হয়েছিল। সংগঠনটি র সদস্যা অঙ্কিতা সাম বলেন, এই আয়োজনে ব্যাপক সাড়া মিলেছে। অনুষ্ঠানের পৌরহিত্য করেন, বর্ধমান সারদা আশ্রমের মহারাজ দুর্দেশানন্দজী। স্বেচ্ছাসেবী সংগঠনটির পক্ষ থেকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চৈতালি ঘোষ, ঐন্দ্রিলা সাধু খাঁ প্রমুখ। স্থানীয় এলাকার মানুষেরাও এই অভিনব অন্নপ্রাশন প্রত্যক্ষ করার জন্য হাজির হয়েছিলেন।