রায়না মুসলিম প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হল স্বাস্থ্য শিবির।

সংবাদদাতা : ১৩ ডিসেম্বর : পূর্ব বর্ধমানের রায়না মুসলিম প্রাথমিক বিদ্যালয় এ অনুষ্ঠিত হল বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবির। এই শিবিরের উদ্বোধন করেন বর্ধমান ও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক তথা মানবাধিকার কর্মী কাজী মোঃ রফিক। বর্ধমানের সান হসপিটাল ও জামালপুর লায়ন্স ক্লাব এর কর্মকর্তা ও স্টাফেরা উপস্থিত ছিলেন। সকলকে স্বাগত জানান এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম সহায় মুখার্জি। স্বাস্থ্য শিবিরের মেডিসিন ও চক্ষু পরীক্ষা করা হয়। এই স্বাস্থ্য শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামালপুর লায়ন্স ক্লাবের পক্ষে ডা: ঋত্বিক ভট্টাচার্য, সান হসপিটালের কর্ণধার শেখ আলহাজ্ব উদ্দিন, শেখ কামাল উদ্দিন, আফতাব উদ্দিন, বাসুদেব পাল, তামান্না খাতুন। চিকিৎসক হিসেবে উপস্থিত ছিলেন ডা: সুবোধ বিশ্বাস, ডা: এস.পি শ্রীবাস্তব, ডা: সূর্য দে প্রমুখ।