রায়না স্বামী ভোলানন্দ বিদ্যায়তনে ও ভাব গম্ভীরভাবে বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয়।

লুতুব আলি : অপরদিকে দক্ষিণ দামোদরের রায়না স্বামী ভোলানন্দ বিদ্যায়তনে ও ভাব গম্ভীরভাবে বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয় সকলকে স্বাগত জানান এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক কোরবান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান ও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক ও মানবাধিকার কর্মী কাজী মোহাম্মদ রফিক। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত অতিথি ও শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত থেকে মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠানটিকে সাফল্যমন্ডিত করে তোলেন।