রায়নার নেতাজী সংঘের বর্ণাঢ্য নেতাজী জন্মবার্ষিকী।

লুতুব আলি, বর্ধমান, ২৪ জানুয়ারি : পূর্ব বর্ধমান জেলার রায়নার রূপসনা গ্রামের নেতাজি সংঘ ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য নেতাজী জন্মবার্ষিকীর অনুষ্ঠান হল। নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭ তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান ছিল নজর কাড়ার মত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক শেখ আলী আব্বাস মামুদ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন ক্লাবের সম্পাদক শেখ গোলাম আসপিয়া। অধ্যাপক শেখ আলী আব্বাস মামুদ বলেন, ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজীর অবদান স্বর্ণাক্ষরে লেখা আছে। এছাড়াও তিনি সুভাষচন্দ্র বসুর বর্ণময় উজ্জ্বল দিকগুলি নিয়ে মননশীল ভাবে আলোকপাত করেন। সেদিন বিদগ্ধজনেদের আলোচনা ছাড়াও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন ধরনের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ক্লাব সভাপতি শেখ জুলফিকার আলী। নেতাজী সংঘের সকল সদস্য ও কর্মকর্তাদের আন্তরিকতা সকলের মন ছুঁয়ে যায়।