রায়নার প্রতিবাদ সভায় নুপুর শর্মার ফাঁসির দাবি উঠলো

লু তুব আলি : রায়নার প্রতিবাদ সভায় নুপুর শর্মার ফাঁসির দাবি উঠলো। বিজেপির মুখপাত্র নূপুর শর্মা বিশ্বনবীকে কটূক্তি করায় পূর্ব বর্ধমান জেলার দক্ষিণ দামোদর ও রায়নার মানুষ গর্জে উঠলো। ১৪ জুন সকালে রায়না বাসস্ট্যান্ডে এক বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এদিন রায়না এলাকার মানুষ শান্তিপূর্ণভাবে রাস্তায় নেমে প্রতিবাদ জানালো। রায়না বাসস্ট্যান্ডে আয়োজিত প্রতিবাদ সভায় রায়না সহ হা কৃষ্ণপুর, নেত্রখণ্ড, পাষন্ডা, মাদার নগর, বেলুড়, রুপসনা গ্রাম থেকে হাজার হাজার মানুষ জমায়েত করেন। এদিনের জনসভায় বক্তারা বলেন, বিজেপি দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করছে। নুপুর শর্মা ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের একজন নাগরিক হয়েও সমগ্র বিশ্বের নবীকে যেভাবে কটুক্তি করেছে তা নিন্দা জানানোর ভাষা নেই। নুপুর শর্মার উচিত জনসমক্ষে এসে ক্ষমা চেয়ে সমগ্র বিশ্বের উত্তাল অবস্থাকে সামাল দেওয়া। এই জনসভা থেকে নুপুর শর্মার ফাঁসি দেওয়ার দাবি ওঠে। জনসভায় বক্তব্য রাখেন জননীর জনসভায় মাওলানা নুর আলম, আশরাফ আলী, রায়না পশ্চিমপাড়ার ইমাম সাহেব অসিউর রহমান, পুর্বপাড়ার ইমাম সাহেব শেখ ইউনুস ইউনুস প্রমুখ। এদিন রায়না তে প্রতিবাদ মিছিল সংঘটিত হওয়ার পরিপ্রেক্ষিতে রায়নার ভূমিপুত্র ও বিশিষ্ট সমাজসেবক এবং বর্ধমান ও জলপাই গুড়ি জেলা ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক কাজী মোহাম্মদ রফিকের অভিমত জানতে চাওয়া হলে তিনি বলেন, কোনভাবেই নুপুর শর্মার কটুক্তি কে বরদাস্ত করা যায় না। শান্তিপূর্ণভাবে গণ আন্দোলনের মধ্য দিয়ে ই বিজেপির বিভেদগামি সংস্কৃতির জবাব দিতে হবে।