|
---|
নিজস্ব সংবাদদাতা: আলিপুর আবহাওয়া দপ্তর থেকে গোটা রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। দার্জিলিং,কার্শিয়াং, কালিম্পং, আলিপুরদুয়ার ,মালদায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
পাশাপাশি দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, দুই 24 পরগনা,পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, সহ আরো অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চলবে ঝড়ো হাওয়া, এই বছর নির্দিষ্ট সময়ের আগেই বর্ষা প্রবেশ করছে। অন্যান্যবার বর্ষা প্রবেশ করে ১ জুন , এই বছর কেরলে বর্ষা প্রবেশ করবে ২৭ মে।