|
---|
বাইজিদ মন্ডল মগরাহাট : রক্তদান জীবনদান,রক্ত দিয়ে প্রাণ বাঁচান,এই মুলমন্ত্র কে সামনে রেখে এদিন মুল্টি রায়পুর ফ্রেন্ডস ক্লাব এর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করার পাশাপাশি বসে আঁখো সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় ৫০ জনের অধিক পুরুষ ও মহিলা স্বেচ্ছায় রক্তদান করেন। এখানে উপস্থিত ছিলেন রায়পুর ফ্রেন্ডস ক্লাব এর সভাপতি সজল কুমার দাস,সহসভাপতি মুসিবুল মুন্সী,সম্পাদক আনসার মন্ডল,সহসম্পাদক মাস্টার সুব্বুন মিস্ত্রি, কোষাধ্যক্ষ সাইফুল মন্ডল,এছাড়াও উপস্থিত ছিলেন নাজির মন্ডল, আবতার,নাসির,সেকেন্দার,আব্বাস মন্ডল সহ ক্লাবের সকল সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ।এরপর প্রধান অতিথিরা রক্তদানকারীদের প্রশংসা করে বক্তব্য রাখেন। ক্লাব সম্পাদক আনসার মন্ডল শ্রোতাদের বলেন, দান করা রক্ত আহত ও অসুস্থদের জীবন বাঁচাতে ব্যবহার করা হবে। একজন চিকিৎসকও উপস্থিত শ্রোতাদের উদ্দেশে বলেন, রক্তদান রক্তদানকারীদের দুর্বল করে না। পুনরুদ্ধার খুব তাড়াতাড়ি সঞ্চালিত হয়,তিনি ব্লাড গ্রুপ সম্পর্কিত তথ্য নিয়ে কথা বলেছেন। রক্তদাতাদের হাতে শংসাপত্রও তুলে দেন ক্লাবের পক্ষ থেকে। এরপর অনুষ্ঠিত হয় বসে আঁকো ও যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। সবাই এটা উপভোগ করেছে। জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শেষ হয় এই অনুষ্ঠান।