রাইস মিল মেশিনারি ২৯ তম আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে বর্ধমানে।

লুতুব আলি, বর্ধমান : রাইস মিল মেশিনারি ২৯ তম আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হচ্ছে বর্ধমানে। রাইস মিল মেশিনারির ২৯ তম আন্তর্জাতিক প্রদর্শনী শুরু হতে চলেছে বর্ধমানে। আগামী ১৫-১৭ নভেম্বর বর্ধমান শহরের কাঞ্চন নগর কংকালেশ্বরী কালীবাড়ি মন্দির সংলগ্ন ময়দানে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ৮ নভেম্বর বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনে সভাপতি আব্দুল মালেক এই খবর জানান। এই আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন করবেন রাজ্যের খাদ্যমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, পঞ্চায়েত ও ভ্রমণ নয়ন দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েশা রানী, পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বিধায়ক রবীন্দ্রনাথ চ্যাটার্জি প্রমুখ। এই সাংবাদিক সম্মেলনে আব্দুল মালেক আরও জানান, বিগত বছরে এই আন্তর্জাতিক প্রদর্শনী করে ১০০ কোটি টাকার ব্যবসা হয়েছিল। ২০২৪ এর এই আন্তর্জাতিক প্রদর্শনীতে ২০০ কোটি টাকার বিজনেস হবে বলে তিনি আশাবাদী। রাইস মিল মেশিনারির আধুনিকীকরণের ফলে এই ব্যবসার দিগন্ত প্রসারিত হয়েছে। প্রায় ৮০ শতাংশ রাইস মিলের আধুনিকীকরণ হয়ে গেছে। এ আন্তর্জাতিক প্রদর্শনীতে ৭টি দেশ অংশগ্রহণ করবে। এই আন্তর্জাতিক প্রদর্শনী ঘিরে বর্ধমানের সাজো,সাজো রব। তিন দিনের এই প্রদর্শনীতে থাকছে বিভিন্ন ধরনের সেমিনার, বিভিন্ন ধরনের স্টল, নানা স্বাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিবেক গুপ্তা, অদ্বৈত খাঁ।