|
---|
লুতুব আলি, নতুন গতি : রাজা রামমোহন রায়ের জন্মদিন পালন রামমোহন লাইব্রেরীতে। সমাজ সংস্কারক রাজা রামমোহন রায়ের ৫২ তম জন্মদিন পালন করল স্বেচ্ছাসেবী সংস্থা স্বজন। ২২ মে কলকাতার রাজা রামমোহন রায় লাইব্রেরীতে মর্যাদার সঙ্গে উদযাপিত হলো রাজা রামমোহন রায়ের জন্মদিন। স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের সম্পাদক চন্দ্র বসু সকলকে স্বাগত জানান এবং স্বাগত ভাষণ দেন। অনুষ্ঠানের সভা স্থল থেকে সকলকে চারাগাছ এবং রাজা রামমোহন রায়ের জীবনী গ্রন্থ উপস্থিত অতিথিদের হাতে তুলে দেন। অনুষ্ঠানে এক ঝাঁক সংখ্যালঘু প্রান্তীয় ছাত্রছাত্রীরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন রামমোহন রায়ের আবক্ষ মূর্তিতে। রাজা রামমোহন রায়ের প্রতিকৃতিতে মাল্যদান করেন বিশিষ্ট নাট্যকার সত্য কাম বাগচী, রাজা রামমোহন রায় লাইব্রেরীর সহ-সভাপতি শ্যামলী বসু, সাহিত্যিক ও চিত্রশিল্পী আকাশপাইন, বিশিষ্ট কবি আভেরি চৌধুরী প্রমুখ। চন্দ্রনাথ বসু বলেন সমাজ সংস্কারক, মহিলাদের স্বাধিকার রক্ষার লড়াইয়ের নায়ক ছিলেন রাজা রামমোহন রায়। কিন্তু এখনো সমাজে মহিলারা সুরক্ষিত নয় । মহিলাদের সংসদীয় রাজনীতিতে নির্দিষ্ট ক্ষেত্রে সংরক্ষণ এখনো হচ্ছে না! মহিলারা আজও বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নির্যাতিত হচ্ছেন। আকাশপাইন বলেন, অন্ধকারাচ্ছন্ন মহাদেশের বুকে প্রথম আলো জ্যোতিরূপে আবির্ভাব ঘটে রাজা রামমোহন রায়ের। ব্রাহ্মণ্য সর্বস্ব, উপাচার সর্বস্ব সমাজের বুকে তিনি জ্বেলে ছিলেন জ্ঞান ও যৌতিকতার প্রদীপ… রাজা রামমোহন রায়ের এ দিনের জন্মদিনের অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে বর্ণ ময় হয়ে ওঠে।