|
---|
দেবজিৎ মুখার্জি: মহারাষ্ট্র নবনির্মাণ সেনা প্রধান রাজ ঠাকরে সোমবার দলীয় কর্মীদের উদ্দেশে আবেদন করলেন, ৩ মে মঙ্গলবার যাতে রাজ্যে কোনওরকম অশান্তি না ছড়ায়, তাই ইদের দিনে হনুমান চালিশা পাঠ করবেন না।
একটি টুইটের মাধ্যমে তিনি জানান “আগামিকাল ইদ। আমি আগেই ঔরঙ্গাবাদের সভায় বলেছিলাম, মুসলিমরা যেন তাঁদের এই ধর্মীয় অনুষ্ঠান আনন্দের সঙ্গে পালন করতে পারেন। সেই কারণে দয়া করে অক্ষয় তৃতীয়ার দিনে ‘আরতি’ অনুষ্ঠান করবেন না। আমরা অন্য ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে বিঘ্ন ঘটুক তা চাই না। লাউডস্পিকার বাজানো একটি সামাজিক সমস্যা, এর সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। এই বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা আমি টুইট করে জানাব।”