|
---|
নিজস্ব সংবাদদাতা :সতীদাহ প্রথা মোচনকারী, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা দার্শনিক রাজা রামমোহন রায়ের আজ ২৫২ তম আবির্ভাব দিবস। রাজা রামমোহন রায়ের অভিভাব ক দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মেয়র গৌতম দেব। এদিন সকালে শিলিগুড়ির শিলিগুড়ি পুর নিগমের অন্তর্গত ১২ নং ওয়ার্ডে রাজা রামমোহন রায় রোডে পালিত হয় মহান মনিষীর জন্মদিন। তার আবক্ষ মুর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন মেয়র, মেয়র পরিষদ মানিক দে, ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব ঘোষ সহ আরো অন্যান্যরা। সমাজ সংস্কারক হিসেবে তাঁর প্রচুর অবদান রয়েছে। প্রসঙ্গত তৎকালীন সময়ের সতীদাহ প্রথার আগুনে জ্বলতো মেয়েরা। স্বামী গত হলে স্বামীর চিতার সাথে সহমরণ যেতে হতো স্ত্রীদের। রাজা রামমোহন রায়ের আপ্রাণ চেষ্টায় অবশেষে সতীদাহ প্রথা বন্ধ হয়েছিল। নারী শিক্ষা ও নারী অগ্রগতির ক্ষেত্রে তাঁর অবদানও কম নয়।