|
---|
নিজস্ব সংবাদদাতা : হুগলির খানাকুলের রাধানগরে রাজা রামমোহন রায়ের জন্মভিটাতে তার ১৯০ তম প্রয়াণ দিবস পালিত হল নানা অনুষ্ঠানের মাধ্যমে। রাধানগর রামমোহন মেমোরিয়াল অ্যান্ড কালচারাল অর্গানাইজেশনের উদ্যোগে সকাল থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। রঘুনাথপুর রাজা রামমোহন রায়ের বসত ভিটায় আবক্ষ মূর্তিতে মাল্যদান করা হয়। এরপর রাধানগরের জন্মভিটায় শ্রদ্ধা নিবেদন করা হয় এবং এখানে রামমোহনের সমাধি স্মারকে মাল্যদান করা হয়। তারপর এখানেও রামমোহনের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করা হয়। রামমোহন মেমোরিয়াল হল এর মধ্যে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রামমোহন মেমোরিয়াল এন্ড কালচারাল অর্গানাইজেশনের সভাপতি ডঃ পরেশচন্দ্র দাস, রাধানগর রামমোহন মহাবিদ্যালয় এর অধ্যক্ষ ডঃ দীপক ভার্গব, রাধানগর জুনিয়র বেসিক ট্রেনিং কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষ শ্রী সংগ্রাম মন্ডল, খানাকুল ১ পঞ্চায়েত সমিতির সভাপতি শ্রীমতি ঝুমা বাগ, সহ-সভাপতি সেখ নইমুল হক প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। রাধানগর রামমোহন মেমোরিয়াল এন্ড কালচারাল অর্গানাইজেশনের সম্পাদক দেবাশিস শেঠ এর বক্তব্য, ‘ রাজা রামমোহন রায় আমাদের কাছে অমৃত পুরুষ, তার মৃত্যু নাই। আজ এতদিন পরেও তার জীবনাদর্শ তার চিন্তা দর্শন সমানভাবে প্রাসঙ্গিক। আমরা যুব সমাজের কাছে তার বার্তা সঠিকভাবে পৌঁছে দিতে চাই। আজ রামমোহন গবেষক ও বহু বিদগ্ধ মানুষ রামমোহন সম্পর্কিত আলোচনা করেছেন। এদিন সংগীত আবৃত্তি ইত্যাদি সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশন করা হয়।