রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের শত বর্ষপূর্তি উপলক্ষে নকআউট ফুটবল টুর্নামেন্ট

রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : লালগোলা ব্লকের রাজারামপুর উচ্চ বিদ্যালয়ে সাড়ম্বরে একটি ইন্টার স্কুল নকআউট ফুটবল টুর্নামেন্ট এর আয়োজন হয়ে গেল। আগামী ২রা জানুয়ারি ২০২৫ রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের একশত বৎসর পূর্ণ হতে চলেছে। সেই শতবর্ষপূর্তিকে সামনে রেখে উক্ত বিদ্যালয় চলতি শিক্ষাবর্ষের বিগত ৫ই সেপ্টেম্বর থেকে বিভিন্ন ধরনের খেলাধুলা এবং জনকল্যাণমূলক অনুষ্ঠান – শিবিরের আয়োজন করে চলেছে এই স্কুলে। সম্প্রতি অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা প্রায় দেড়শো জন রোগীর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয় একটি স্বাস্থ্য শিবিরের মাধ্যমে। এই একশত বৎসর পূর্তিকে সামনে রেখে আজ এই টুর্নামেন্টের আয়োজন করা হয় বিদ্যালয় এর পক্ষ থেকে। তাতে সংশ্লিষ্ট এলাকা তথা লালগোলা ব্লকের মোট আটটি বিদ্যালয় এই খেলায় অংশগ্রহণ করে। টুর্নামেন্টের ফাইনালে ওঠে আই. সি. আর. হাই মাদ্রাসা এবং আয়োজক রাজারামপুর উচ্চ বিদ্যালয়। চ্যাম্পিয়ন্স ট্রফি যায় রাজারামপুর উচ্চ বিদ্যালয়ের দখলে। সারাদিন ধরে চলতে থাকা টুর্নামেন্টে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক বিশ্বাস, বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বাদীরুল ইসলাম, পাইকপাড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান গৌতম দাস, ম্যাচ রেফারি সৌমেন সরকার, শতবর্ষ পূর্তি কমিটির সম্পাদক বাবর সেখ, সহ-সম্পাদক ইউনুস সেখ, ধারা ভাষ্যকার রাকেশ দাস, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত মাননীয় শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রমুখ। এছাড়াও অত্র বিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক – শিক্ষিকাসহ সকল এলাকাবাসীর উৎসাহ উদ্দীপনা ছিল বেশ চোখে পড়ার মতো।