|
---|
নুরউদ্দিন,দ ২৪পরগণা : আরজিকর কাণ্ডে হাতছাড়া করতে চাইছে না বঙ্গ পদ্ম শিবির, শুক্রবার দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘি, নামখানা,কাকদ্বীপ,পাথরপ্রতিমা মন্দিরবাজার সহ বেশ কিছু থানার সামনে বিক্ষোভ দেখালো বিজেপি, মূলত যেভাবে রাজ্যে একের পর এক নারী নির্যাতন,ধর্ষণ,খুন সহ বিশৃঙ্খলা চলছে তারই প্রতিবাদে এবং আরজিকর ইস্যুতে স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের বাধার কারণে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের নির্দেশ অনুযায়ী বঙ্গ পদ্ম শিবির বিক্ষোভ দেখাতে থাকে শুক্রবার দিন। এই দিন রায়দিঘি থানার সামনে বিক্ষোভে শামিল হয়ে ভারতীয় জনতা পার্টির মথুরাপুর সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক পলাশ রানা বলেন, এটা আমাদের রাজ্যের ঘোষিত কর্মসূচি, বৃহস্পতিবার আমরা আরজি করে আন্দোলন করেছিলাম কলকাতার হাটকমর থেকে স্বাস্থ্য ভবন সেই আন্দোলন করতে গিয়ে রাজ্যের বিরোধী দলনেতা কে ওখানকার পুলিশ কমিশনার গ্রেফতার করে, এবং তারই প্রতিবাদে আমরা আজকে সারা রাজ্যে প্রত্যেকটা থানায় বিক্ষোভ কর্মসূচি পালন হচ্ছে, এবং যাতে আগামী দিনে আরজিকরের মত ঘটনা আমাদের এলাকায় না ঘটে সেটা পুলিশকে সচেতন করা এবং সাধারণ জনগণকে সচেতন করা সেই কারণেই বিজেপি পক্ষ থেকে এই বিক্ষোভ কর্মসূচি।