|
---|
ডোমজুড়বাসীর রোষানলে রাজীবের ফেসবুক পোস্ট
ইলিয়াস মল্লিক, হাওড়া: শনিবার রাতে অমিত শাহ্ এর সাথে সাক্ষাৎ করতে দিল্লি সফরে যান প্রাক্তন মন্ত্রী রাজীব ব্যানার্জী। তারপরেই অমিত শাহ্ এর সাথে ছবি পোষ্ট করতেই সোশ্যাল মিডিয়ায় তিব্র ঘৃনার স্বীকার হন রাজীব ব্যানার্জী। ইতিমধ্যেই বাঁকড়া চত্তরে রাজীব ব্যানার্জীর ফ্লেক্স, ব্যানারে জুতোর মালা ও তার পোষ্টার ছেঁড়ার ঘটনা সামনে এসেছে সকলের। অভিজ্ঞদের মতে রাজীব বাবু সমর্থকদের যতটা প্রিয়তা অর্জন করেছিলেন তার দলবদলে সেই সম্পর্ক ঠিক ততটাই তিক্ত হয়ে গিয়েছে এখন। আর সে কারনেই এলাকাবাসী মনঃক্ষুন্ন হয়ে তার ফেসবুক পোস্ট এ কুকথা বলছেন, চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন অথবা নানান রসিকতা করছেন।