রাজ্যের ৯ জেলা ডি.ভি.সি র জলে প্লাবিত : উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : রাজ্যের ৯ জেলা ডি.ভি.সি র জলে প্লাবিত : উদ্বিগ্ন মমতা বন্দ্যোপাধ্যায়। পাঞ্চেত ও মাইথন জলাধার থেকে প্রায় সাড়ে তিন লক্ষ কিউ সেক জল ছাড়ায় রাজ্যের ৯ জেলা প্লাবিত। ১৮ সেপ্টেম্বর ভয়াবহ বন্যা পরিস্থিতি সরজমিনে প্রত্যক্ষ করতে হুগলি জেলার পুড়শুড়া, খানাকুল এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন অভিযোগ করেন। এই বন্যা পরিস্থিতি ম্যান মেড। রাজ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে না জানিয়ে লক্ষ লক্ষ কিউসেক জল ছাড়াই দামোদর ও মুণ্ডেশ্বরী তে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। জলের চাপ সহ্য করতে না পেরে হুগলির পুড়শুড়া, খানাকুল, পূর্ব বর্ধমানের বেরুগ্রাম অঞ্চলে দামোদরের বাঁধ ভেঙ্গে প্লাবিত হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এই দিন আর ও অভিযোগ করেন, কেন্দ্র সরকারের যোগ সাজসে ডিভিসি কর্তৃপক্ষ এই জল ছেড়েছে। উল্লেখ্য, গত তিনদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হয়, ঝাড়খণ্ডের নদীগুলি ভরে যায়। অন্যদিকে ডিভিসি কর্তৃপক্ষের দাবি: রাজ্যকে সব জানিয়েই এই জল ছাড়া হয়েছে। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলার জেলা শাসক ও আধিকারিকদের নিয়ে বন্যা কবলিত এলাকাগুলি পরিদর্শন করেন। বন্যাকবলিত দুর্গত মানুষদের সব রকমের সাহায্যে আশ্বাস দেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, পুরুলিয়া এবং দুই চব্বিশ পরগনা। দামোদর নদ ও বরাকর নদীতে জলের চাপ সহ্য করতে না পেরে পাঞ্চেত ও মাইথন ব্যারেজ থেকে জল ছাড়তে পরিস্থিতি বাধ্য করেছে বলে ডিভিসি কর্তৃপক্ষের দাবি। পূর্ব বর্ধমানের জামালপুরের বেরুগ্রাম অঞ্চলে দামোদর নদীর বাঁধ ভাঙ্গায় অনেক গ্রাম প্লাবিত হয়েছে। ধানের জমি ডুবে গেছে। হুগলির তারকেশ্বর, আরামবাগ, পুড়শুড়া, খানাকুলের গ্রামগুলিও চাষের জমি প্লাবিত হয়েছে। হুগলির সোয়ালুক এলাকায় মুণ্ডেশ্বরী নদী বাঁধ ভাঙ্গায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। দুর্গত মানুষরা আতঙ্কিত হয়ে পড়েছেন। অন্যদিকে দুই মেদিনীপুরের বিভিন্ন নদী ও প্লাবিত হয়েছে। রূপনারায়ণ, দারকেশ্বর, শিলাবতী, কেলেঘাই নদীর বাঁধ ভেঙ্গে শত শত গ্রাম প্লাবিত হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশ্লিষ্ট দপ্তরের সব আধিকারিকদের ছুটি বাতিল করেছেন। ২৪ ঘন্টার জন্য হেল্প লাইন খোলা হয়েছে। মুখ্যমন্ত্রীর চিফ অ্যাডভাইজার আলাপন বন্দ্যোপাধ্যায় এদিন সাংবাদিকদের বলেন, বন্যা দুর্গত মানুষদের সব রকমের সাহায্যের ব্যবস্থা করা হয়েছে।