রাজ্যের মধ্যে মাধ্যমিকে দশম স্থান অধিকার সুন্দরবনের সৌভিকের!

নুরউদ্দিন : দক্ষিণ ২৪ পরগনা,রাজ্যের মধ্যে মাধ্যমিকে দশম স্থান অধিকার করল সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলের কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের ছাত্র সৌভিক দিন্দা। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৬, ছোটবেলা থেকেই সে পড়াশুনায় মেধা ছিল। তবে কোনদিন নির্দিষ্ট সময় বা রুটিন মেনে সে পড়াশোনা করেনি। যখনই মন চাইতো তখনই পড়াশোনা করত। ভবিষ্যতে সৌভিক ডাক্তার হতে চায়। তবে গণিত তার ভালো লাগলেও ইতিহাস সবচেয়ে প্রিয় বিষয়। এবিষয়ে সৌভিক বলে, ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চাই। তাই ভবিষ্যতে ইতিহাস বিষয়টিকে নিয়ে খুব অভাব অনুভব করবো। ছোট থেকেই সৌভিক মামার বাড়িতে বড় হয়েছে, মামা মামীর কাছেই থাকতো সৌভিক। আর তার এই সাফল্যে একদিকে যেমন খুশি তার মামা মামি ঠিক তেমনি খুশি তার বাবা-মা, এবং শিক্ষক শিক্ষিকা।