রাজ্যের শস্য ভান্ডার বর্ধমানে শুরু হচ্ছে রাইস মিল এক্সপো ২০২২

লুতুব আলি, বর্ধমান, ২২ নভেম্বর : বর্ধমানের শুরু হতে চলেছে রাইস মিল এক্সপো ২০২২ । বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশনের দপ্তরে ২২ নভেম্বর এক সাংবাদিক সম্মেলনে জানানো হয় ২৫ নভেম্বর এই এক্সপোর উদ্বোধন করবেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি আব্দুল মালেক জানান, এই এক্সপো চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। বর্ধমান শহরের আলামগঞ্জের কল্পতরু ময়দানে এই এক্সপোতে দেশ-বিদেশের ১৭০ টি কোম্পানি যোগদান করবে। আমেরিকা, জাপান, চীন, স্পেন সহ পৃথিবীর প্রথম সারির দেশগুলির রাইস মিলের অত্যাধুনিক যন্ত্রপাতির প্রদর্শনী থাকছে। আব্দুল মালেক আরো জানান, এই এক্সপকে ঘিরে শিল্পোদগীদের মধ্যে উন্মাদানা পরিলক্ষিত হয়েছে। এক্সপ্র তে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বর্ধমানের জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেন, জেলা খাদ্য নিয়ামক আধিকারিক সহ সংশ্লিষ্ট আধিকারিক বৃন্দ। বর্ধমান রাইস মিল অ্যাসোসিয়েশনের শতবর্ষ চলছে। এই উপলক্ষে একটি উন্নত মানের ম্যাগাজিন প্রকাশ হবে। আগামী১৮ এক বিশেষ সেলিব্রেশন অনুষ্ঠিত হবে। এক্সপোর বিভিন্ন দিনের সান্ধ্যকালীন অনুষ্ঠানে থাকছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কলকাতা থেকে ঋক ও অঙ্কিতা র অনুষ্ঠান থাকছে। এই দিনের সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে সুকুমার সাহানা, কাঞ্চন সোম, জনমেঞ্জর খাঁ, গফুর আলী খাঁ প্রমুখ।