|
---|
সেখ সামসুদ্দিন : ২০ মেঃ গতকাল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হয়। মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ থেকে বিদ্যালয়ের প্রথম ও রাজ্যে ১১তম স্থান অর্জনকারী সায়ন রায় এর প্রাপ্ত নম্বর ৬৮২ (৯৭.৪৩%)। মেমারি শহরের সেরা ছাত্র হিসাবে মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে সম্বর্ধনা দেওয়া হয়। মেমারি সুলতানপুর রায়পাড়া নিবাসী প্রাক্তন কাউন্সিলার তথা কলেজ স্টাফ কালু রায়ের পুত্র সায়ন রায়কে সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ১ ব্লক তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের সভাপতি কৌশিক মল্লিক, সংগঠনের সদস্য পীযূষ বোস, তাপস মাহালী, উজ্জ্বল চক্রবর্তী সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সায়ন রায় ভবিষ্যতে চিকিৎসক হওয়ার লক্ষ্যে পড়াশোনা করছে। ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত বলেন, ‘পড়াশোনার বিষয়ে যে কোনো সহযোগিতা লাগলে পৌরসভাগত বা ব্যক্তিগতভাবে সহায়তা দিতে প্রস্তুত। কৌশিক মল্লিক বলেন সেরা ছাত্র হিসাবে সম্বর্ধনা দিলেও ব্লকের সকল স্কুলের সেরা ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেবেন।