|
---|
নিজস্ব সংবাদদাতা : ১লা এপ্রিল, বুধবার, পূর্ব বর্ধমানে মেমারিতে, করোনা ভাইরাসের সংক্রামকে রোধ কারার লক্ষ্যে আমাদের দেশে তথা রাজ্যে লকডাউন বলবৎ থাকার প্রেক্ষিতে শ্রমজীবী ঐসব মানষুজন যাঁরা দিন এনে দিন খান তাঁরা স্বাভাবিক ভাবেই সংকটের মধ্যে রয়েছেন। সংকট জনক এমুহূর্তে সহায় সম্বলহীন মানুষদের পাশে দাঁড়াতে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন জনাব মাওলানা সৈয়দ আরশাদ মাদানীর নেতৃত্বাধীন রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদকের বিশিষ্ট সমাজসেবী কাজী শামসুদ্দিন আহমাদ। এদিন তিনি মেমারি পৌরসভার ৬নং ওয়ার্ডের অধীন জাতি ধর্ম নির্বিশেষে ১৮২জন মামুষের কাছে চাল,ডাল,আলু প্রভৃতি খাদ্যসামগ্রী পৌঁছে দেন। উল্লেখ্য জমিয়তে উলামায়ে হিন্দ একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এই বিপদের সময় সংগঠনপর নিষ্ঠাবান কর্মীরা দরিদ্র অসহায় মানুষদের পাশে এসে দাঁড়াতে শুরু করেছেন। খাদ্যসামগ্রী বিতারণ এই কাজ অব্যাহত থাকবে বলে সংগঠনের পক্ষ হতে জনাব শামসুদ্দিন আহমাদ এক প্রেস বিজ্ঞাপ্তিতে জানিয়েছেন। সে সঙ্গে তিনি সম্পাদশালী ব্যাক্তিরা এই মহৎ কাজে অংশ গ্রহণ করে সত্বর সাহায্যের হাত বাড়ালে কাজের গতি বাড়বে বলে আশা ব্যক্ত করেছেন।