|
---|
বাবলু হাসান লস্কর, সুন্দরবন : দক্ষিণ ২৪ পরগনা মূলত সুন্দরবন লাগোয়া ব্লক গুলিতে সুন্দরবন কে বাঁচাতে সুন্দরবনের পশুপক্ষী জীবজন্তু কীটপতঙ্গ ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সুন্দরবনকে বাঁচাতে হবে আমাদের। প্রাকৃতিক বিপর্যয় যেমন আইলা আমফান ফণী বুলবুল ইয়াস এর মতো প্রাকৃতিক বিপর্যয় আঁচড়ে পড়েছিল সুন্দরবনে,আর এই ম্যানগ্রোভ অরণ্য ছিলই বলে আমরা প্রাণে রক্ষা পেয়েছি। ঝড়ো হাওয়া যেভাবে এই ম্যানগ্রোভ প্রতিহত করে এবং আমাদেরকে মুক্ত অক্সিজেন দেওয়ায় আজ আমরা সুস্থ স্বাভাবিক জীবন যাপন করতে পারছি। আর সেই ম্যানগ্রোভ রক্ষা করা আমাদের দায়িত্ব ও কর্তব্য বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জেলার প্রতিটি ব্লকের সাথে সাথে
কুলতলী ব্লকের জালাবেড়িয়া এক নম্বর অঞ্চলের জামতলা বাজার সংলগ্ন লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয় ১১ই ডিসেম্বর বুধবার সুন্দরবন দিবস। যেখানে উপস্থিত ছিলেন ব্লক উন্নয়ন আধিকারিক সুচন্দন বৈদ্য কুলতলী পঞ্চায়েত সমিতির সভাপতি রুপা সরদার, মিলন পুরকাইত, অশোক মন্ডল, অর্জুন বায়েন অসিম হালদার, স্বপন সরদার, মুকুন্দ মণ্ডল,শ্যামাপদ নস্কর গুনধর সরদার, পিন্টু প্রধান,বিমল মণ্ডল, সাহাদাত সেখ,হাড়োমনী নস্কর,সহ জামতলা ভগবান চন্দ্র উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের একাধিক শিক্ষক ও তাদের শতাধিক ছাত্র ছাত্রীরা। রক্তের টানটা আমরা সবাই মিলে যারা আমি স্পেশাল এই কথাগুলো বারবার যারা ছোট ছোট ভাই বোন আছে তাদের মানে তারা এটাকে আত্মস্থ করতে পারে। আমরা যতদিন না সেই শিক্ষক নিজেদের মধ্যে থেকে পাব। ততদিন আমরা কিন্তু আমাদের দক্ষিণ রায় বলুন তাদের কিন্তু সৈনিক হয়ে উঠতে পারবো না সুন্দরবন দিবস আমরা প্রতিবছর যেরকম পালন করি কিন্তু সারা বছর ধরেই যেন আমরা সুন্দরবন দিবস পালন করতে পারি এটুকু বলেই আমার সম্প্রীতি করলাম।