১২৫ ভোট পেয়ে রাজ্য সভায়পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল

১২৫ ভোট পেয়ে রাজ্য সভায়পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল

    নতুন গতি প্রতিবেদন,১১ ডিসেম্বরঃ এদিন বিলের পক্ষে ১১৭টি ও বিপক্ষে ভোট ৯২টি ভোট নিয়ে লোকসভার পরে রাজ্যসভাতেও পাশ হয়ে গেল নাগরিকত্ব সংশোধনী বিল। ভোটাভুটিতে অংশ নেন ২০৯ জন। ম্যাজিক ফিগার ছিল ১১৩।

    এই ভোটাভুটির আগে সিলেক্ট কমিটিতে বিল যাওয়া নিয়েও ভোটাভুটি হয়। সেখানে সরকারের পক্ষে ভোট ১১৩টি। বিপক্ষে ভোট পড়ে ৯৩টি।

    এদিন সকালেই এই বিল রাজ্যসভায় পেশ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দিনভর আলোচনা শেষে হয় ভোটাভুটি। লোকসভার মতো রাজ্যসভাতেও কংগ্রেস-সহ বিরোধীরা এই বিলের বিরোধিতা করেন। লোকসভায় সমর্থন করলেও রাজ্যসভায় আশ্চর্যজনকভাবে শিবসেনা এই বিলের বিরোধিতা করে। তবে বিরত থাকে ভোটদানে।

    রাজ্যসভায় এই বিল পেশ করানো কিছুটা হলেও চ্যালেঞ্জ ছিল বিজেপির কাছে। বর্তমানে রাজ্যসভায় ২৪০ জন সদস্য আছেন। সেখানে ১২১ টি ভোট পেলে কোনও বিল পাশ হতে পারে। বিজেপি ও তার জোট শরিক এডিএমকে, জনতা দল ইউনাইটেড এবং অকালি দলের মোট এমপির সংখ্যা ১১৬। কিন্তু এনডিএর শরিকদের মধ্যেই এ নিয়ে মতবিরোধ ছিল। নাগরিকত্ব বিল নিয়ে দ্বিধাবিভক্ত ছিল জনতা দল ইউনাইটেডও। সংসদের উচ্চকক্ষে ভোটাভুটিতে সংখ্যার হিসবে জয়ে পেল সরকার।