রাজ্য ওয়াকফ বোর্ডের নতুন চেয়ারম্যান জাস্টিস (অ ব.)শহীদুল্লাহ মুন্সী।

মনোয়ার হোসেন, বর্ধমান : শ্চিমবঙ্গ রাজ্য ওয়াকাফ বোর্ডের নতুন চেয়ারম্যান নিয়োগ হতে চলেছেন জাস্টিস (অবসরপ্রাপ্ত) শহীদুল্লাহ মুন্সী । কলকাতা হাইকোর্টের বিচারপতি হিসাবে সাফল্যের সাথে হাইকোর্টের মর্যাদা রক্ষা করেছেন দীর্ঘদিন ধরে।

    হাইকোর্ট থেকে অবসর গ্রহণের পর রাজ্য জুভেলিয়ান কোর্টের চেয়ারম্যান মনোনীত হয়েছিলেন,এবং জুলাই মাসে অবসর গ্রহণ করেন।

    কলকাতা বিশ্ববিদ্যালয়ের ল কলেজ থেকে আইন বিভাগে উত্তীর্ণ হয়ে ১৯ ৮৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত ২৬ বছর যোগ্যতার সাথে হাইকোর্টে আইন ব্যবসা করেছেন।

    ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান নিয়োগ হওয়ায় বর্ধমানে আনন্দের বন্যা বয়ে যায়, কারণ তিনি বর্ধমান শহরের বড়বাজারে জামাই। সেই সূত্রে জাস্টিস শহীদুল্লাহ মুন্সি মহাশয় কে বর্ধমান আসা যাওয়া করতে হতো এবং বিচারপতির ব্যবহারে সাধারণ মানুষ ও বর্ধমান বড়বাজার বাসীরা খুবই আনন্দিত। বর্ধমান বাসিগণ বর্ধমানের জামাইয়ের ওয়াকফ বোর্ডে চেয়ারম্যান নিয়োগ হওয়ায় প্রীতি ও শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ।

    আগামী দিন সাফল্যের সঙ্গে ওয়াকাফ বোর্ডের চেয়ারম্যান হিসেবে দক্ষতার সঙ্গে একজন সক্ষম চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আশা করাই যায়।