রাজনগরে জামতাড়া গ্যাংয়ের ১ সদস্যকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ

 

     

     

    খান আরশাদ বীরভূম:

    রাজনগরে জামতাড়া গ্যাংয়ের ১ সদস্যকে গ্রেফতার করল রাজনগর থানার পুলিশ।
    ঝাড়খণ্ডের জামতাড়া গ্যাংগের মাস্টারমাইন্ডরা এবার বীরভূমেও তাদের জাল বিস্তারিত করে ফেলেছে। জামতাড়া গ্যাংয়ের হ্যাকাররা সম্প্রতি বীরভূমের কয়েকটি এটিএম থেকে জালিয়াতি করে টাকাও তুলেছে। খয়রাশোলে কয়েকদিন আগে এক ব্যক্তিকে গ্রেফতার
    আর এর ফলেই চিন্তায় পড়েছে বীরভূম পুলিশ প্রশাসন।
    এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে সোমবার ভোরে রাজনগর থানার পুলিশ রাজনগর থেকে এরকমই ১ ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম নাজির আহমেদ আনসারী। তার বাড়ি ঝাড়খণ্ডের জামতাড়ার ফতেপুরে। সে তার শ্বশুর বাড়ি বীরভূমের রাজনগর থানার অন্তর্গত মুরগাথলি গ্রামে থাকতো বলে জানা গিয়েছে। ধৃত ঐ ব্যক্তি জামতারা গ্যাংয়ের মাস্টারমাইন্ডদের হয়ে কাজ করতো এবং তার সাথে একটি সাইবার ক্যাফেও যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে।
    ধৃতকে সিউড়ি আদালতে তোলা হলে বিচারক ঐ ব্যক্তিকে চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।