|
---|
খান আরশাদ, বীরভূম।-বীরভূম জেলা পুলিশের উদ্যোগে ও রাজনগর থানার পরিচালনায় বিজয়া সম্মেলনী ও শারদ সম্মান অনুষ্ঠান রাজনগর থানায়। রাজনগর থানার সভাকক্ষে এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাও হয়। এদিন রাজনগর থানার ২৬টি পূজা কমিটির মধ্যে ১০ টি পূজা কমিটিকে ট্রফি দিয়ে পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন DSP হেড কোয়ার্টার কাশিনাথ মিস্ত্রি, CI পীযুষকান্তি লায়েক, রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জ্জী, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য সুকুমার সাধু, রাজনগর শান্তি কমিটির সম্পাদক প্রদীপ দে, গাংমুড়ি-জয়পুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুকুমার গঁরাই, সমাজসেবী রানা প্রতাপ রায়, প্রানতোষ ওঝা, সজল গঁরাই সহ রাজনগর থানার PSI দেবাশিষ পন্ডিত, ASI দীপঙ্কর দাস, সুশীল কিস্কু সহ অন্যান্য পুলিশ আধিকারিক, সিভিক ভলেন্টিয়ার্স ও পূজা কমিটির কর্ম-কর্তাগন।