|
---|
খান আরশাদ, বীরভূম :বীরভূমের রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শহীদ তৃণমূল নেতা বলরাম মন্ডল এর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হলো তার নিজের গ্রাম মুরাদগঞ্জ গ্রামে। বছর দুই আগে ১৯ শে জুন বীরভূমের রাজনগরের আলিগড়ে ল্যাম্পস সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে রণক্ষেত্র হয়ে উঠেছিল রাজনগরের আলীগড় এলাকা। তৃণমূল ও বিজেপির মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে । সেই সংঘর্ষে মৃত্যু হয় তৃণমূল নেতা বলরাম মন্ডলের। তৃণমূলের অভিযোগ বিজেপি কর্মীরা তৃণমূলের এই নেতাকে গুলি করে খুন করে। বৃহস্পতিবার বলরামের তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত হল শ্রদ্ধা ও মর্যাদার সাথে। রাজনগরের মুরাদগঞ্জ গ্রামে এই উপলক্ষে রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেস একটি শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করে। এদিন বলরাম মন্ডলের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা অনুষ্ঠানের সূচনা করেন বলরাম মন্ডলের পরিবারের সদস্য সহ উপস্থিত তৃনমূল নেতা কর্মীরা। এদিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন সুকুমার সাধু, রানা প্রতাপ রায়, সজল গড়াই সহ অন্যান্যরা। সুকুমার সাধু জানান বলরাম মন্ডল একজন তরতাজা উদ্যমী তৃনমূল কর্মী ছিলেন। এলাকার একজন বিশিষ্ট সমাজকর্মী হিসেবে তিনি পরিচিত ছিলেন। বিরোধীরা মনে করেছিল বলরামের মতো একজন কর্মীকে সরিয়ে দিতে পারলে এলাকায় তৃনমূল দুর্বল হয়ে পড়বে। তাই তারা বলরামকে খুন করে। কিন্তু বাস্তবে তা হয়নি। তৃনমূল দল বলরামের পরিবারের পাশে দাঁড়িয়েছে। তার পরিবারকে তথা তার মেয়ের বিয়েতে যথা সম্ভব সাহায্য করা হয়েছে। বলরামের অবদান দল সবসময় মনে রাখবে বলে জানান তৃনমূল চেয়ারপার্সন সুকুমার বাবু।