যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব দেগঙ্গায়

নতুন গতি ডেস্ক: পশ্চিমবঙ্গ সরকারের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় যুব কল্যাণ ও ক্রীড়া দফতরের উদ্যোগে রাখি বন্ধন উৎসব আয়োজিত হয় উঃ চব্বিশ পরগনা জেলার দেগঙ্গা ব্লক প্রশাসন ও দেগঙ্গা পঞ্চায়েত সমিতির উদ্যোগে বিডিও অফিসের উত্তরণ সভাগৃহে।
সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন অনুষ্ঠানে উপস্থিত থেকে স্থানীয় বিধায়ক রহিমা মন্ডল বলেন
আমাদের রাজ্য শান্তি সম্প্রীতি উন্নয়নের মধ্যে দিয়ে যেকোন সামাজিক উৎসব অত্যন্ত স্বতস্ফূর্ত ভাবে পালিত হয়। ঠিক তেমনি রাখি বন্ধন অনুষ্ঠান অত্যন্ত যথোচিত মর্যাদার সঙ্গে রবিবার পালন করা হয় বলে বিধায়ক জানায়।
জেলা পরিষদের বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ এ কে এম ফারহাদ বৈচিত্রের মধ্যে ঐক্যের মেলবন্ধনে দেশ তথা বাংলার সংক্ষিপ্ত ইতিহাস তুলে ধরে বলেন রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ভাতৃত্বের মেলবন্ধন অটুট থাকবে। একই সঙ্গে করোনা সচেতনতা বৃদ্ধি সম্পর্কে সামাজিক দুরত্ব বজায় রেখে মাক্স স্যানিটাইজার ব্যবহার করার অনুরোধ করেন। অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি মফিদুল হক সাহাজি, সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী সুব্রত মল্লিক, পূর্তের কর্মাধ্যক্ষ আনিসুর রহমান বিদেশ, পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তুষার কান্তি দাস, অসিত কুমার মন্ডল, পম্পা দত্ত,  সুপ্রভা প্রমুখ।