|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের মথুরাপুর এক নম্বর ব্লকের অধীন কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলের দুস্থ, গরিব, অসহায় পরিবারের Rakhiaj Molla এবছর মাধ্যমিক পরীক্ষায় 681 নম্বর(৯৭.৩০%) পেয়েছে। তার পিতা আলাউদ্দিন মোল্লা একজন দিনমজুর। মা গৃহবধূ ।একটি ছোট ভাই আছে। করোনা জনিত লকডাউন এবং আমফান ঝড়ের কারণে তার পিতা প্রায় কর্মহীন। আর্থিক অসচ্ছলতা তার পড়াশোনা প্রতিবন্ধকতা হয়ে দাঁড়িয়েছে। কোন সহৃদয় ব্যক্তি প্রতিষ্ঠান এই ছেলেটির পাশে দাঁড়ালে তার পড়াশোনা এগোতে পারে। বর্তমানে সে কৃষ্ণচন্দ্রপুর হাই স্কুলে বিজ্ঞান শাখায় ভর্তি হয়ে পড়াশোনা চালিয়ে যেতে ইচ্ছুক এবং ভবিষ্যতে ডাক্তার হতে চায়।