|
---|
নিজস্ব সংবাদদাতা, বিষ্ণুপুর : মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য যুব কল্যান দপ্তরের উদ্যোগে পাত্রসায়ের ব্লকের গীতাঞ্জলি সভাগৃহে রাখিবন্ধন অনুষ্ঠানের আয়োজন করা হয়। লড কার্জনের বঙ্গভঙ্গ নীতির বিরোধীতা করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রাখিবন্ধন উৎসবের মধ্যদিয়ে সম্প্রীতি ও ঐক্যের বার্তা দিয়েছিলেন। রচনা করেছিলেন ” বাংলার মাটি, বাংলার জল”।সেই বার্তাকে সামনে রেখে আজও রাখিবনধন উৎসব পালিত হয়। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো করোনা মহামারী প্রকোপ ও সোশ্যাল ডিসটেন্সকে মাথায় রেখে রাখির পরিবর্তে পথচারি সকল মানুষকে ” বাংলা আমার মা ” লেখা মাক্স বিতরণ করা হয়।এদিনের রাখিবন্ধন উৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসন্ন মুখার্জি,পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থ প্রতীম সিং,জেলা সনখযালঘু সেলের কার্যকরি- সভাপতি সেখ আজফার হোসেন,থানার ওসি প্রসেনজিৎ দাস,কৃষি কর্মাধ্যক্ষ নব কুমার পাল, ব্লক যুব সভাপতি সেখ জিয়ারুল ইসলাম সহ ব্লকের প্রতিটি পঞ্চায়েতের পরধানগণ।