|
---|
নিজস্ব সংবাদদাতা : রক্ষকই ভক্ষক! কলকাতায় নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার পুলিসকর্মী। অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হল পকসো আইনে।পুলিস সূত্রে খবর, ধৃতের নাম দেবু মণ্ডল। কলকাতা পুলিসের রিজার্ভ ফোর্সে কনস্টেবল পদে কর্মরত তিনি। গতকাল, শুক্রবার সন্ধ্যায় উল্টোডাঙায় অটো করে যাচ্ছিলেন। পিছনের সিটে পাশেই ওই নাবালিকাকে সঙ্গে নিয়ে বসেছিলেন তার মা। অটোটি তখন উল্টোডাঙা ব্রিজের নিচে। চিৎকার করে ওঠেন ওই মহিলা। সহযাত্রী ওই পুলিসকর্মীর সঙ্গে রীতিমতো বচসা শুরু হয়ে যায়। এমনকী, ১০০ নম্বর ডায়াল করে লালবাজার কন্ট্রোল রুমেও ফোন করেন তিনি।কেন? অভিযোগ, চলন্ত অটোতে ওই নাবালিকার শ্লীলতাহানি করেছেন কলকাতা পুলিসের রিজার্ভ ফোর্সের কনস্টেবল দেবু মণ্ডল! ঘটনাস্থলে পৌঁছয় মানিকতলা থানার পুলিস। অভিযুক্ত ও অভিযোগকারীকে নিয়ে যাওয়া হয় থানায়। প্রাথমিক তদন্তের পর গ্রেফতার করা হয়েছে ওই পুলিসকর্মীকে।