|
---|
সংবাদদাতা : সাগরদিঘী হাসপাতালে চিকিৎসাধীন রোগী মনোশা দাস। এবি পজেটিভ গুরুপের রক্ত গত দু’দিন ধরে না পাওয়ায় রোগীর পরিবার অবশেষে মুর্শিদাবাদ এর সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক ও রক্তযোদ্ধা সঞ্জীব দাসের সাথে যোগাযোগ করেন। তৎক্ষণ সঞ্জীবের এক কথায় রক্তদানে এগিয়ে আসেন হড়হড়ি গ্রামের রবিউল শেখ। তিনি সঞ্জীব দাসের উপস্থিতিতে সাগরদিঘী ব্লাড ব্যাংকে রক্তদান করেন। রক্ত পেয়ে খুশি রোগীর পরিবার।