রক্তদানের মধ্য দিয়ে রক্ত ঝরানো বীর সৈনিকদের শ্রদ্ধার্ঘ্য সাগরদীঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের

সংবাদদাতা : ২০১৯ সালের আজকের দিনে পুলাওয়ামাতে একটি সেনা ট্রাককে লক্ষ করে একটি ছোটো গাড়ি ধেয়ে আসে, যার সাথে ছিলো ভয়ঙ্কর বিস্ফোরক। মুহূর্তের মধ্যেই সেনা ট্রাকটি খুব খারাপ ভাবে বিস্ফোরিত হয়। বীরগতি প্রাপ্ত হয় আমাদের দেশের প্রায় ৪০ জন বীর জওয়ান। তারপর থেকে প্রতি বছর ভারতবাসী এই দিনটিকে ব্ল্যাক ডে হিসাবে পালন করেন। আজ সাগরদীঘি উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে ট্রাস্টের চারজন সদস্য মতিউর মল্লিক, অমিতাভ চৌধুরী,বিশ্বজিৎ দাস, ডলি মন্ডল সাগরদীঘি ব্লাড সেন্টারে রক্তদান করেন।ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন “কখনোই দেশের মানুষ এই বীর জওয়ান দের বলিদান ভুলবেন না। বীর জওয়ানদের পরিজনদের প্রতি সমবেদনা রইলো। বীরগতি প্রাপ্ত জওয়ানদের আত্মার চিরশান্তি কামনা করি।”