|
---|
নিজস্বসংবাদদাতা : করোনা মহামারীর সময় একদিকে যেমন রক্তের সংকট অন্যদিকে পরিবেশের জন্য গাছের প্রয়োজন এই দুটো কথা মাথায় রেখে কোয়েস্ট ফর লাইফ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা খেতিয়া প্রাইমারি স্কুলে রক্তদান শিবিরের আয়োজন করে। রক্তদান শিবিরের পাশাপাশি প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। চারা গাছ গুলি সেভ ট্রি সেভ ওয়ার্ল্ড নামে একটি সংস্থার পক্ষ থেকে দেওয়া হয়। কোয়েস্ট ফর লাইফ এই সংস্থা শুধু মাত্র রক্তদান শিবির করেই ক্ষান্ত হয় না, বছর ভর সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে রক্তের যোগান দিয়ে থাকেন। জরুরি ভিত্তিতে যে সব রক্ত সচরাচর পাওয়া যায় না সেটাও এই সংস্থা ব্যবস্থা করে দেয় বলে জানানো হয় সংস্থার পক্ষ থেকে।