|
---|
নূর আহমেদ : বর্ধমান সেন্ট্রাল মার্কেটিং এমপ্লয়িজ রিক্রিশান ক্লাবের উদ্যোগে। শনিবার মুষল ধারায় বৃষ্টি কে উপেক্ষা করে। মেমারি সৃষ্টি লজে প্রতি বছরের ন্যায় এবছরও শ্রীশ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির হয়। শিবিরে দুই জন মহিলা সহ মোট ৪৮ স্বেচ্ছায় রক্তদান করেন। শিবিরে উপস্থিত ছিলেন, এই সংস্হার চেয়ারম্যান তথা মেমারির বিধায়ক মধুসূধন ভট্টাচার্য্য, সৈয়দ নাসিরুদ্দিন আহম্মেদ, তপন গন ওঅন্যান্য ব্যাক্তি বিশিষ্ট ব্যাক্তিবর্গ। ম্যানেজার সুজিত নন্দী জানান, প্রত্যেক বছর সেবা মুলক কাজ করে থাকি, যেমন স্বাস্থ্য শিবির, বাচ্ছাদের তিনটি বিভাগে বসে আঁকো প্রতিযোগিতা, ১৬ সেপ্টেম্বর বিকেল ৫ টার বিশ্বকর্মা ঠাকুর উদ্বোধন করবেন বিধায়ক মধুসূধন ভট্টাচার্য্য।এবং ১০০ জন গরীব দুস্থ দের বস্ত্র বিতরন করবেন। ১৮ সেপ্টেম্বর ডিলারদের সাথে একটি সভা করবেন।