রক্তদান শিবির।

নূর আহমেদ,মেমারি : ১৫ সেপ্টেম্বর। ডি ওয়াই এফ আই, ও এস এফ আই, প্রয়াত কমরেড গোকুল মজুমদার ও কমরেড নগেন বিশ্বাসের স্মৃতির উদ্দেশ্যে মেমিরি ১ পশ্চিম আঞ্চলিক কমিটির উদ‍্যোগে রসুলপুর চাকনাড়া মোড়ে রবিবার সকাল ১০ নাগাদ মুষলধারে বৃষ্টিকে উপেক্ষা করে একটি রক্তদান শিবির হয়। রক্তদান শিবির উদ্বোধন করেন, যুব আঞ্চলিক কমিটির সভাপতি তন্ময় মন্ডল। ৭ যুবতী সহ মোট ৬০ জন স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহে সহযোগিতা করেন, বর্ধমান শহীদ শিব শংঙ্কর সেবা সমিতি। শিবিরে উপস্থিত ছিলেন, শান্তনু শূর, আনন্দ মালো, মৃন্ময় লাহা, সহ আঞ্চলিক কমিটির সদস‍্য ও প্রাক্তন নেতৃত্ব রনজিৎ চক্রবর্তী, ভবানী ব‍্যানার্জী, আনন্দ ফুলিয়া, অমিত বিশ্বাস প্রমুখ। বৃষ্টি কে উপেক্ষা করে নেতৃত্বরা শিবিরে সারাক্ষণ থেকে রক্ত দাতাদের উৎসাহ দিয়েছেন।