রক্ত দান শিবির গুরু গোবিন্দ বসু স্মৃতি সংঘের পরিচালনায়।

নূর আহমেদ : পূর্ব বর্ধমানে, মেমারি ব্লকে গুরু গোবিন্দ বসু স্মৃতি সংঘের পরিচালনায় একটি রক্ত দান শিবির হয়। গুরু গোবিন্দ বসু মঞ্চ দূর্গা পুর বারোয়ারী তলা। এই রক্ত দান শিবিরে দূর্গাপুর গ্রামের হাই স্কুলের শিক্ষক অশোক চক্রবর্তী প্রথম রক্ত দিয়ে শিবিরের উদ্বোধন করেন। মোট ৩৮ জন স্বেচ্ছাই রক্ত দান করেন। এই রক্ত দান শিবিরে রক্ত দাতা দের উৎসাহ দিতে শিবিরে সারাক্ষন উপস্থিত ছিলেন নিত্যান্দ ব্যানার্জি, ক্লাব সেক্রেটারি বিনয় কৃষ্ণ কোঙার । রক্ত সংগ্রহে সহযোগিতা করেন শ্রী রামপুর শ্রম জীবী হাসপাতাল। এই রক্তদান শিবিরে এলাকার বহু মানুষ উপস্থিত ছিলে।